প্রশ্ন : ১। কেউ যদি আউট করা প্রশ্ন পড়ে পরীক্ষা দেয় কিংবা নকল করে পরীক্ষা দেয় তাহলে কি কোনো গুনাহ হয়েছে? আর গুনাহ হলে এ থেকে বাঁচার উপায় কি? ২। আউট করা প্রশ্ন বিক্রি করে টাকা নিলে কি কোনো গুনাহ হবে যদিও যারা কিনেছে তারা ইচ্ছাকৃতভাবে কিনেছে? আর গুনাহ হলে বাঁচার উপায় কি? যাদের কাছে বিক্রি করেছে টাকা এবং সবার নামও মনে নেই।
উত্তর :১। হ্যাঁ, উভয়টি খিয়ানত এবং জঘন্যতম গুনাহ। এর জন্য খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইস্তেগফার করতে হবে।–মুসনাদে আহমাদ, হাদীস নং ১৩; সুনানে নাসাঈ, হাদীস নং ৫৪৮৩
২। হ্যাঁ, গুনাহ হবে। এটা খিয়ানত এবং অন্যায় কাজে সহযোগিতা করা। উক্ত টাকাগুলো মালিককে ফিরিয়ে দিবে এবং আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইস্তেগফার করবে। আর মালিক না পাওয়া গেলে কোন গরীব মানুষকে সদকাহ করে দিবে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৫৪৯; রদ্দুল মুহতার ৫/২৩৫