প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, বিনা ওযুতে বা নাপাকী অবস্থায় মোবাইলে বা ল্যাপটপে মাউস দিয়ে কুরআন শরীফ পাঠ করা জায়েয আছে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, গোসল ফরজ না হলে পড়া যাবে। তবে স্ক্রিনে হাত দেওয়া যাবে না।- সূরা ওয়াকিয়া, আয়াত ৭৯; মুআত্তা মালেক, হাদীস নং ২৯৬; আল মুজামুল কাবীর, হাদীস নং ১৩২১৭; দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতওয়া নং ১৪৮১১০