প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, বিতর নামাযের দ্বিতীয় রাকাআতে যে সূরা পড়েছি সেই একই সূরা ভুলে তৃতীয় রাকাতে পড়েছি, তারপর যথা নিয়মে সাহু সিজদা দিই। এমতাবস্থায় মুহতারামের কাছে আমার প্রশ্ন হলো যে এতে কি নামায হবে নাকি পুনরায় পড়তে হবে? যাযাকাল্লাহ্ বি খয়ির।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
নামায হয়ে গিয়েছে নামাযের কোন সমস্যা হয়নি। সিজদায়ে সাহূ দেওয়ার প্রয়োজন ছিল না।- আদ্দুররুল মুখতার ১/৫৪৬; আন নাহরুল ফায়েক ১/৩৩৭