প্রশ্ন : আসসালামু আলাইকুম ১ম জন হারাম টাকার কেনা ফিলটার একজনকে হাদিয়া দিয়ে দেয়, সে হারাম জানতে পেরে সে ৩য় আরেকজনকে হাদিয়া দিয়ে দেয়ে, ৩য় ব্যক্তি জেনে ফেললো যে এটা হারাম টাকার এখন এটা তার কাছে রাখা বৈধ হবে কি ? এবং এই ফিল্টারটি কি করা যায় ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
তৃতীয় ব্যক্তি উক্ত ফিল্টারটি কোন গরীবকে সদকাহ করে দিবেন। আর তিনি নিজে গরীব হলে তিনিও তা ব্যবহার করতে পারেন।- রদ্দুল মুহতার ৬/৩৮৫; আল বাহরুর রায়েক ৮/৩৫৯