প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। সকাল সন্ধা তিন তাসবীহ আদায় করা এটা হাদীসে আছে কি ? ২। তিন তাসবীহতে “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” ছোট দুরূদটি পড়লে হবে ? ৩। ফযীলতে উত্তম এরকম তিনটি দুরূদ শরীফ আরবীতে দিলে উপকৃত হবো ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, আছে।–সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪৭১; সুনানে নাসাঈ আলকুবরা, হাদীস নং ১০৬৫৭, ১০২৭৫; তাবারানী, আল মুজামুল আওসাত, হাদীস নং ৩৭৩৭;
২। হবে।
৩। (ক) اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
(খ) اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
(গ) اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِىِّ الأُمِّىِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ