প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। আমার প্রায় সময়ই শিরকী চিন্তা বা বিধর্মীদের তথা হিন্দু, খৃস্টানরা তাদের কথা বা শুভেচ্ছা জানাতে যা ব্যবহার করে এরূপ কথা মনে আসে আবার মাঝে মাঝে মুখ থেকেও বেরিয়ে যায়। সেদিন আমি বসে আছি হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেল- আদাব (আস্তাগফিরুল্লাহ্), তখন আমি লাফিয়ে উঠলাম। আমি আসলে বলতে চাইনি কেমন যেন হঠাত্ই বেরিয়ে গেল। এমতাবস্থায় মুহতারামের কাছে প্রশ্ন- এতে কি শিরক করা হয়েছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, শিরক তো হবে না তবে বিজাতিদের কালচার থেকে বেঁচে থাকা এবং এব্যাপারে সতর্ক থাকা জরুরী।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৯২; সুনানে তিরমিজী, হাদীস নং ২৬৯৫

Loading