প্রশ্ন : আসসালামু আলাইকুম একজন শত্রু আমার বোনকে কুফরী কালাম দিয়ে বান মারে, বাণ মারার ফলে তার পেট থেকে অজস্র রক্ত পরে, এমন অবস্থায় বাধ‍্য হয়ে বান কাটার জন্য কুফরী কালাম ব্যবহার করে, এখন সে সুস্থ, এতে কোন গুনাহ হয়েছে কি না ? (আর দুই একদিন দেরি করলে মৃত্যুর আশঙ্কা ছিলো)

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, কুফরী কালাম ব্যবহার করে কোন তদবীর ইত্যাদি করা নাজেয়েয ও হারাম। খালেছ ভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করে নিবে।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৬২; সুনানে বাইহাকী, হাদীস নং ২০০৮১; রদ্দুল মুহতার ২/৩৬৩; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৩১৭

Loading