প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। আমার দুটি প্রশ্ন – ১। সেদিন আমি যোহরের নামায পড়েছি আসরের ওয়াক্ত হবার কয়েক সেকেন্ড আগ পর্যন্ত, মানে সালাম ফিরায়ে দেখি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে এতে কি নামাযটা হয়ে গেছে নাকি কাযা পড়তে হবে? ২। কোন কারণে জোহরের নামায এমন সময় পড়া হয়েছে যে ফজরের কাযা জোহরের আগে পড়তে গেলে জোহরের নামাজ কাযা হয়ে যাবে। মুহতারাম, এমতাবস্থায় ফজরের কাযা কখন পড়তে হবে? জাযাকাল্লাহ্ বি খয়ির।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। আসরের ওয়াক্ত আসার পূর্বেই যদি সালাম ফিরিয়ে নামায শেষ করে থাকেন তবে নামায হয়ে গিয়েছে। অন্যথায় বা দিধাদন্দে থাকলে ক্বাযা করে নিবেন।

২। এক্ষেত্রে আগে যোহরের নামায পড়ে নিয়ে পরে ফজরের ক্বাযা আদায় করবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২১-১২৪; আল বাহরুর রায়েক ২/১৪০-১৫১

Loading