প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি যে, রোগের কারণে আহ্, উহ্ শব্দ করলে নামায ভেঙ্গে যায়। কিন্তু আমি সেদিন নামাযে পরিশ্রমজনিত কারণে মানুষ যেভাবে উফ্ শব্দ করে সেভাবে করেছি, একবার মনে হল যে আমি উহ্ করে শব্দ করেছি। মুহতারাম, এমতাবস্থায় নামায কি হবে নাকি আবার পড়তে হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যদি ক্লান্তি বা অসুস্থতার কারনে (উঠা বসা বা অন্য কোন সময়) অপারগতাবশত উক্ত শব্দ বের হয়ে যায় তবে নামাযের কোন ক্ষতি হবে না।–আদ্দুররুল মুখতার ১/৫৭৮; তাবয়ীনুল হাকায়েক ১/১৫৬