প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রশ্ন আমাদের এখানে অনেকে পুরুষ গরুর বিচি বা অন্ডকোষ খায়। এটা জায়েয আছে কি? হুজুর আমার আরেকটি প্রশ্ন গরুর কোন কোন অংশ বা রগ ইত্যাদি খাওয়া জায়েয নেই। অনুগ্রহ করে মাছ মুরগি ও হাঁসের টা বললেও উপকৃত ও নিশ্চিন্ত হবো। জাযাকালাহু খায়রান।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, অণ্ডকোষ খাওয়া সম্পূর্ণ নাজায়েয ও হারাম। গরু, ছাগল, হাস, মুরগী সহ অন্যান্য হালাল প্রানীর সাতটি অংশ খাওয়া নিষিদ্ধ। যথা-১। পুরুষ লিঙ্গ ২। স্ত্রী লিঙ্গ ৩। মুত্র থলি ৪। পিত্ত ৫। অণ্ডকোষ ৬। চামড়ার নীচের টিউমারের মত উঁচু গোশত ৭। প্রবাহিত রক্ত।
এছাড়া অন্যান্য সকল অঙ্গ খাওয়া হালাল।-সূরা আনআম, আয়াত ১৪৫; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৩১৪ ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৪; আল বাহরুর রায়েক ৮/৪৮৫; হাশিয়ায়ে তাহতাবী ৪/৩৬০; ইমদাদুল ফাতাওয়া ৪/১১৮।

Loading