প্রশ্ন : একজন আলেম বলেছে যে বর্তমান যে ক্যালেন্ডারে সাহরীর শেষ সময় দেওয়া হয়েছে তার থেকে ১০/১৫ মিনিট পরেও সাহরী খাওয়া যাবে ৷ এবং নামাযের যে শুরু হওয়ার সময় দেওয়া হয়েছে তার থেকে ১০/১২ মিনিট আগেই সময় হয়ে যায়। প্রশ্ন হল উনার কথাটা কতটুকু সঠিক? এবং এ ব্যাপারে উলামায়ে কেরাম কি বলে?

উত্তর :

সাধারণত নামাযের স্থায়ী সময়সূচীর ক্যালেন্ডারগুলোতে সতর্কতামূলক কিছু সময় কমবেশী করা থাকে। যেমন সেহেরীর শেষ সময় পাঁচ মিনিট এগিয়ে আনা থাকে এবং ইফতারির সময় পাঁচ মিনিট পিছিয়ে নেওয়া হয়। এভাবে অন্যান্য ওয়াক্তগুলো। আমার জানা মতে সর্বোচ্চ পাঁচ/সাত মিনিট সময় সতর্কতামূলক কমবেশী করা থাকে। এক্ষেত্রে সাধারণত ক্যালেন্ডার প্রকাশক উল্লেখ করে দেন কমবেশী করার ক্ষেত্রে তিনি কোন পন্থা অবলম্বন করেছেন। আপনি কোন (প্রকাশনা বা প্রতিষ্ঠানের) ক্যালেন্ডারের কথা বলছেন তা না দেখে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে সতর্কতামূলক যে সময় ক্যালেন্ডারে দেওয়া থাকে বিনা অপারগতায় তার মধ্যেই নামায, সাহরী, ইফতার ইত্যাদি সেরে নেওয়া ভাল যাতে কোন সংশয় না থাকে।

Loading