প্রশ্ন : হুজুর শুরুতে আমার ভক্তিপূর্ণ সালাম নিবেন। আশা করি আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আর ভালো থাকুন এটাই কাম্য ও দোয়া। হুজুর আমার প্রশ্ন: আমাকে প্রতি মাসে অফিস থেকে ৪০০ টাকা করে মাসিক মোবাইল বিল দেয়া হয়। অনেক সময় গত মাসের টাকা মোবাইলে থেকে যায় । এক্ষেত্রে যেমন ২০০ টাকা থেকে গেলে আমি যদি নতুন করে ২০০ টাকা রিচার্জ করে বাকি ২০০ টাকা আমার ব্যাক্তিগত কাজে খরচ করি তবে জায়েয হবে কি? উল্লেখ্য যদি মাসের টাকা ৪০০ এর বেশি খরচ হয় তখন অফিসে বললে তার আরো ১০০ বা ৫০ টাকা রিচার্জ করে দেয়।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এক্ষেত্রে অফিস কর্তৃপক্ষের নির্দেশনাই মূল। যদি তারা আপনাকে উক্ত টাকার মালিক বানিয়ে দিয়ে দেয় এবং অবশিষ্ট থাকলে ফেরত না দিতে বলে তবে তা আপনার। তাই বিষয়টি তাদের থেকে স্পষ্ট করে নেওয়াই ভাল। আর যদি অফিস কর্তৃপক্ষের নির্দেশনা জানা না থাকে তবে প্রশ্নের বিবরন অনুযায়ী উক্ত দুইশত টাকা আপনার জন্য ব্যবহার করা জায়েয হবে না। কেননা মোবাইল খরচ চারশত টাকা অতিক্রম করলে তারা আপনাকে অতিরিক্ত টাকা রিচার্জ করে দেয়। এর দ্বারা বুঝে আসে উক্ত টাকা তারা দেয় মোবাইলের প্রয়োজন পূরা করার জন্য বেতনের অন্তর্ভুক্ত নির্দিষ্ট খাতের ভাতাস্বরূপ নয়। যেমনটি চাকরিজীবীদের দেওয়া হয় চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা ইত্যাদি। কাজেই যতটুকু দ্বারা প্রয়োজন পূরা হয় ততটুকু আপনার জন্য বৈধ।–মুসনাদে আহমাদ, হাদীস নং ২০৬৯৫; সুনানে বাইহাকী, হাদীস নং ১১৮৭৭