প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত যদি কোন কিছু দান করার নিয়ত মসজিদের ব্যাপারে হয় তখন কি করণীয়? দিতেই হবে নাকি না দিলেও হবে নাকি অন্য কোথাও দিতেই হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
শুধু নিয়ত করার দ্বারাই তা দেওয়া জরুরী নয়। চাই মসজিদ হোক বা অন্য কোথাও। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি চাইলে তা মসজিদে দিতে পারেন বা অন্য কোথাও দিতে পারেন অথবা নাও দিতে পারেন।–আদ্দুররুল মুখতার ৫/৬৯০; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৭৪