প্রশ্ন : ১. ছেলে বিয়ে করে ঢাকায় বাসা ভাড়া করে থাকেন। তার ওয়াতনে আছলী কুষ্টিয়ায়। ঢাকা তার ওয়াতনে আসলি হবে কিনা? ২. যদি হয় তাহলে ছেলের বাবা মা অথবা শশুর শাশুড়ি তাদের বাসায় ১৫ দিনের নীচে বেড়াতে এলে কসর পড়বে কিনা? ৩. ছেলের বাবা ঢাকায় ছেলেকে বাসাভাড়া বা পুরা সংসার খরচ দিলে তার (বাবার) মুসাফির বা মুকীমের হুকুম কি? ৪. নাতীদের নানার বা দাদার বাসা ভিন্ন শহরে হলে তা কি ওয়াতনে আছলী হবে? বিবাহিত বা অবিবাহিত দুই অবস্থায় হুকুম কি?
উত্তর :১। না, ঢাকা তার ওয়াতনে ইকামাত হবে।– আদ্দুররুল মুখতার ২/১৩১
২। হ্যাঁ, তারা ১৫ দিনের কম থাকার নিয়তে বেড়াতে এলে কসর পড়বে।-আদ্দুররুল মুখতার ২/১২৫, ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯
৩। এক্ষেত্রে পিতা ১৫ দিনের কম থাকার নিয়তে ছেলের বাড়ি বেড়াতে এলে কসর করবে। আদ্দুররুল মুখতার ২/১২৫
৪। যদি নাতীদের (নাতনী নয়) সেখানে জায়গা ও বাড়ি থাকে এবং তারা সেখানে মাঝেমধ্যে বেড়াতে যায় আর ভবিষ্যতে সেখানে স্থায়ীভাবে বসবাসের নিয়ত থাকে তবে তা ওয়াতনে আছলী গণ্য হবে অন্যথায় নয়। এক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত হওয়ায় হুকুমে কোন পার্থক্য আসবে না।- রদ্দুল মুহতার ২/১৩১; আল বাহরুর রায়েক ২/১৩৬; ফাতাওয়া উসমানী ১/৫৪৬