প্রশ্ন : ইকামত কি দুইবার করে দিবে না একবার করে দিবে। বেশির ভাগ মসজিদে দুইবার করে দেওয়া হয়। মসজিদে হারামে মসজিদে আকসাতে একবার করে কেন দেওয়া হয়? কোনটা সহীহ।
উত্তর :ইকামাতের বাক্যগুলো দুইবার করে বলাই অধিকতর সহীহ এবং সুন্নাত। হযরত বেলাল (রাঃ) মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় সর্বদা ইকামতের বাক্যগুলো দুবার করেই বলতেন। যা একাধিক সহীহ হাদীসে স্পষ্টভাবেই রয়েছে।
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযান ও ইকামাতের বাক্যগুলো জোড়া জোড়া ছিল”।–সুনানে তিরমিজী, হাদীস নং ১৯৪।
হযরত আবূ মাহযূরাহ(রাঃ) বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ইকামাতের বাক্য সতেরটি শিখিয়েছেন।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০২; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ২১৩২; সুনানে তিরমিজী, হাদীস নং ১৯২; সুনানে নাসাঈ, হাদীস নং ৬৩০; মুসনাদে দারিমী, হাদীস নং ১১৯৬।