প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর আমি জানতে চাই স্পষ্ট কোন হাদীসে গান বাজনা নিষেধ আছে কিনা? যদি থাকে অনুগ্রহ করে হাদীসটি উল্লেখ করবেন অথবা কোন কিতাবের কত নং হাদীস জানাবেন। এ নিয়ে আমার সাথে বেশ কয়েক জনে খুব দ্বন্দ হচ্ছে। তারা বলছে স্পষ্ট কোন হাদীস নেই। অনুগ্রহ করে দ্রুত জানাবেন।

উত্তর :

হাদীস নং ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।-মুসনাদে আহমাদ, হাদীস নং ২২২১৮; মাজমাউজ যাওয়ায়েদ, হাদীস নং ৮১৭৯; কানজুল উম্মাল, হাদীস নং ১৩৬৯৯; আবূ নুআইম, মারেফাতুস সাহাবাহ, হাদীস নং ৯৩৮

হাদীস নং ২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গান-বাদ্য অন্তরে নিফাক সৃষ্টি করে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯২৯; সুনানে বাইহাকী, হাদীস নং ২১৫৩৭

এছাড়াও আরো অসংখ্য হাদীস রয়েছে।

Loading