প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আজকে আপনার সাইটে নফল নামাযে একাধিক নিয়ত করা যাবে কি? প্রশ্ন উত্তরে দেখলাম নফল নামাযে এক সাথে চারটি নিয়ত করা যায়। আমার প্রশ্ন এতে কি চারটি নামাযেরই সওয়াব আলাদা আলাদা পাওয়া যাবে এবং সেটা কি মোট আট রাকাত পড়লে যে সওয়ার হতো সেটার সমপরিমান নাকি কিছু বেশী। যেহেতু বিষয়টি আমার কাছে নতুন তাই একটু বিস্তারিত জানালে উপকৃত ও কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তা’য়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এর দ্বারা উদ্দেশ্য হল সে উক্ত চার প্রকার নামাযের প্রত্যেকটির আলাদা আলাদা (নির্দিষ্ট পরিমাণ) ছাওয়াব পুরস্কার হিসেবে পাবে।তবে কেউ যদি আলাদাভাবে দুই রাকাআত করে উপরোক্ত চার প্রকার নামায মোট আট রাকাআত পড়ে তবে সে নিঃসন্দেহে উক্ত ব্যক্তির চেয়ে বেশী ছাওয়াব পাবে। কেননা তার নিয়ত, রুকূ, সিজদাহ, কিরাআত ইত্যাদি সবই প্রথম ব্যক্তির চেয়ে চার গুন বেশী। আর আল্লাহ তাআলা যে কোন নেক আমলের ছাওয়াব কমপক্ষে দশ গুন পর্যন্ত বাড়িয়ে দেন।