প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমার বাড়ি মুন্সিগঞ্জ। আমি গাজীপুর চাকরি করি। যদি আমি গাজীপুর কোনাবাড়ী থেকে আমাদের গ্রামের বাড়ীতে যাই তাহলে মুসাফির হবো কি? গাজীপুর কোনাবাড়ী থেকে মুন্সিগঞ্জ আমাদের বাড়ী পর্যন্ত রাস্তা হিসাবে গেলে ৪০ মাইল হয় কিন্তু সরাসরি কোনাবাড়ী থেকে এক টানে গুগল ম্যাপে পরিমাপ করলে হয় ৩৩ মাইল। এখন কোনটা হিসাব করবো। আর আমি কোনাবাড়ী থেকে কতটুকু গেলে মুসাফেরের হালাত শুরু হবে এবং মুন্সিগঞ্জের কোথায় গেলে মুসাফিরের হালাত শেষ হবে । হুজুর আপনার বুঝার সুবিধার্থে আমি গুগল ম্যাপের ছবিটি আপনার ইমেইলে পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি গাজীপুর কোনাবাড়ী থেকে আপনাদের গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ গেলে মুসাফির গণ্য হবেন না। কেননা শরীআতের পরিভাষায় মুসাফির গন্য হতে হলে কমপক্ষে ৪৮মাইল (৭৭.২৪৬৪কিলোমিটার) সফর করার নিয়তে নিজ আবাদীর লোকালয় থেকে বের হতে হয়। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯,আসারুস সুনান পৃ: ২৬৩

সম্পৃক্ত প্রস্নঃ
আসসালামু আলাইকুম।
হযরত আমি আমার দেয়া কোনাবাড়ী থেকে মুন্সিগঞ্জ গেলে কসর পড়বো কি? এর উত্তর পেয়েছি। আল্লাহ তা’য়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। হযরত আর একটু কষ্ট দেই। তা হচ্ছে আমি বেশির ভাগ সময় কোনাবাড়ী থেকে বাড়ীতে গিয়ে পূর্ণ নামাজ ই পড়েছি। কিন্তু মাঝে মাঝে যখন রাস্তায় পড়েছি তখন বেশ কয়েকবার সন্দেহের কারণে কসর পড়েছি। প্রশ্ন হচ্ছে এগুলোর ব্যাপারে এখন কি করবো আর কত ওয়াক্ত তা কিভাবে নির্ধারণ করবো জানালে কৃতজ্ঞ থাকবো।
উত্তরঃ
ওয়া আলাইকুমুস সালাম
প্রবল ধারণার ভিত্তিতে আপনি উক্ত নামাযগুলোর ক্বাযা আদায় করে নিবেন এবং খালেছ ভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করে নিবেন।–তাবয়ীনুল হাকায়েক ১/৫০৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯

Loading