প্রশ্ন : আসসালা-মু আ’লাইকুম।হযরত,একজন ব্যক্তি কোন মজমায় প্রবেশের পর যদি মজমার সবাই উক্ত ব্যক্তিকে সালাম দিয়ে থাকে তাহলে কি উক্ত ব্যক্তি সবাইকে সালামের উত্তর দিবেন না কি একবারই উত্তর দিবেন?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
একবার উত্তর দিলেই সবার উত্তর আদায় হয়ে যাবে।–ফাতাওয়া হিন্দিয়া ৫/৪০১