প্রশ্ন : হযরত! যদি জামাআতে শরীক হবার উদ্দেশ্যে ফজরের ফরজ নামায আদায় করে ফেলি, তাহলে ফরজের পর কি সুন্নাত আদায় করার সুযোগ আছে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো।

উত্তর :

আদায় করতে চাইলে সূর্য উদয় হবার আনুমানিক দশ মিনিট পর থেকে সূর্য ঢলে পড়ার পূর্ব পর্যন্ত আদায় করতে পারেন। যদিও তা আদায় করা জরুরী নয়। তবে আদায় করলে তা নফল হয়ে যাবে।–রদ্দুল মুহতার ২/৫৭; ফাতাওয়া উসমানী ১/৪৪১

Loading