প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি কবুতর ও আরো কিছু ধরনের পাখি পালন করি। এগুলো সাধারণত খাচায় পালন করা যায়। খাবার, পানি, পরিচর্যা ইত্যাদি সঠিক ভাবে দেয়ার চেষ্টা করি। পাখির যাতে কোন ধরনের কষ্ট না হয় সেই দিকেও যথেষ্ট খেয়াল রাখি। এখন খাচা থেকে বড় ঘরে অনেকটা স্বাধীন ভাবে বড় পরিসরে ব্যাবসায়ের উদ্দেশ্যে পালনের উদ্যোগ নিয়েছি। অর্থাৎ এগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি, বাচ্চা বড় করে নতুন মা পাখি সৃষ্টি, বড় পাখি জোড়া হিসেবে বিক্রি ইত্যাদি । এ ব্যাপারে ইসলামি বিধি-বিধান জানতে আগ্রহী। অনুগ্রহ করে জানালে উপকৃত হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এভাবে কারবার করতে কোন অসুবিধা নেই।