প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। একটি হাঁচি আসলে নাকি আল্লাহর পক্ষ থেকে আসে এ কথাটি কি সঠিক ? ২। হা আসে কেন ? কোন সময়ই হা আসে না, নামাযের সময় আসে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হাদীস শরীফে আছে হাঁচি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং আল্লাহ তাআলা হাঁচি পছন্দ করেন।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৭৪৬
২। অনুরূপভাবে হাদীস শরীফে আছে হাই শয়তানের পক্ষ থেকে আসে। নামাযের একাগ্রতা নষ্ট করা তো শয়তানের বিশেষ দায়িত্ব। আর এটা কেন আসে তা আল্লাহ তাআলাই ভালো জানেন।- সুনানে তিরমিজী, হাদীস নং ২৭৪৬

Loading