প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত যদি কোন কারণ বশত ফজরের নামায কাযা হয় তাহলে ফজরের সুন্নাত পড়ার সময় কীভাবে নিয়ত করবো? আমি সাধারণত এভাবে নিয়ত করি যে, আমি ফজরের দুই রাকাআত সুন্নাত নামাযের কাযা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বলাটা কি সঠিক হয়?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যেদিন ফজরের নামায কাযা হয় যদি ঐ দিনই সূর্য ঢলে যাবার পূর্বে ক্বাযা পড়া হয় তবে ফজরের সুন্নাতের ক্বাযার বিধান রয়েছে। অন্যথায় সুন্নাত ছেড়ে দিবে। কেননা সুন্নাতের ক্বাযা নেই। আর প্রশ্নোক্ত পদ্ধতিতে নিয়ত করাতে কোন অসুবিধা নেই। – ফাতাওয়া হিন্দিয়া ১/১২১; রদ্দুল মুহতার ২/১৫।