প্রশ্ন : নাভির নিচে হাত বাধার দলীল জানতে চাই।

উত্তর :

হযরত আলকামাহ ইবনে ওয়াইল ইবনে হুজর (রহঃ) নিজ পিতা থেকে বর্ণনা করেন যে, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর নাভীর নিচে বাঁধতে দেখেছি।-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং ৩৯৫৯;
উপরোক্ত হাদীসটি সনদ মতন উভয় দিক দিয়েই সহীহ।
হযরত আবূ জুহাইফা (রহঃ) থেকে বর্ণিত, হযরত আলী (রাযিঃ) বলেছেন নামাযে (হাত বাঁধার মধ্যে) সুন্নাত হল ডান হাতকে বাম হাতের উপর নাভীর নিচে রাখা।- সুনানে আবূ দাউদ, হাদীস নং ৭৫৬; সুনানে দারাকুতনী, হাদীস নং ১১১২; সুনানে বাইহাকী, হাদীস নং ২৪৩৫; মুসনাদে আহমাদ, হাদীস নং ৮৭৫

Loading