প্রশ্ন : ১। হযরত খিজির কি নবী ছিলেন? হযরত খিজির বা কোনো নবী কি চিরহায়াত পেয়েছেন? ২। হযরত ইদ্রীস আলাইহিস সালাম, যাকে হযরত জিব্রাঈল (আঃ) মহান আল্লাহর আদেশে জান্নাত পরিভ্রমনে নিয়ে গেলেন, জান্নাতের অপরুপ সৌন্দর্য ও মহান আল্লাহর অপূর্ব নিদর্শন দেখে হযরত ইদ্রীস আলাইহিস সালাম জান্নাত থেকে আজ অবধি আর বের হননি। — এটি কি সত্য? উনি কি দুনিয়াতে মৃত্যুবরণ করেন নাই? ৩। হযরত ইলিয়াস আলাইহিস সালামের ইন্তেকাল কিভাবে হয়েছিল?

উত্তর :

প্রিয় দ্বীনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-

কোন মানুষের ইসলামের সৌন্দর্য হল অপ্রয়োজনীয় কথা বা কাজ ছেড়ে দেওয়া।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৩১৭

আর আপনার প্রশ্নগুলোর কোনটিই ঈমান বা আমলের সাথে কোন সম্পর্ক নেই। এগুলো সম্পর্কে আপনি কবরে জিজ্ঞাসিত হবেন না। তাই উত্তর দেওয়াও প্রয়োজন মনে করলাম না।

Loading