প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো; ১/ মাযহাব কেনো মানতেই হবে? মাযহাব এত দল হলো কেনো? ২/ যাদের মাযহাব আমরা মানি উনারা কার মাযহাব মানতেন? আহলে হাদীস এই দাবী করে এদের জবাব কিভাবে দেওয়া যায়; ৩/ রাসুল (সা:) নামাজ কয় ভাবে কেনো পড়েছিলেন?পরে এক ইমাম একেক পদ্ধতি গ্রহন করেছেন কেনো আমলের ক্ষেত্রে,সবাই একটা পদ্ধতি গ্রহন করেননি কেনো?কেউ এটা বললে তার জবাব কিভাবে দেওয়া যায়? ৪/একজন আহলে হাদীস কে মাযহাবের উপর আসার জন্য কিভাবে নসীহাত করা যায়? যে ধোকায় পড়ে গেছে? লা মাযহাবীর খপ্পরে পড়ে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
বর্তমানে ব্যস্ততা খুব বেশী। আর আপনার প্রশ্নের উত্তরও বেশ লম্বা হবে। তাই মাফ করবেন আপাতত একটি কিতাবের লিঙ্ক দিয়ে দিলাম যাতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ। ভবিষ্যতে এ নিয়ে বিস্তারিত লিখার ইচ্ছা আছে।
https://ia800409.us.archive.org/3/items/taqiusmani/Mazhab-Ki-O-Keno(Almodina.com).pdf