প্রশ্ন : আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ্ আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা এই প্রথম কুরবানী দিবো। একটি গরুর এক ভাগ কুরবানী এবং ছয় ভাগ আকীকা। কারন আমাদের পরিবারের পক্ষ থেকে আগে কখনও আকীকা (২জন পুরুষ এবং ২জন মহিলার পক্ষ থেকে আকিকা) দেয়া হয়নি। এখন জানার বিষয় হলো- কুরবানীর গোস্ত ও আকীকার গোস্ত কি আলাদা আলাদা করা জরুরী? নাকি একসাথে রাখলেও চলবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, আলাদা করা জরুরী নয়। এর গোস্তের হুকুমও হুবহু কুরবানীর ন্যয়।– ইলাউস সুনান ১৭/১২৭; হাশিয়ায়ে তাহতাবী ৪/১৬৬।

Loading