প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১. মহিলাদের মাসিক কেন হয় ? ২. আমি শুনেছি যে, বনী ইসরাঈলের আগে এই রোগ ছিলো না। বনী ইসরাঈলের মহিলাদের অপরাধের কারণে তাদের উপর গযব হিসেবে এই মাসিক রোগ দেওয়া হয়েছে, এটা কি সত্য ? ৩. কুরআন, হাদীসে কোথাও কি মাসিক কেন হয় এবং কোন অপরাধের কারনে হয় তার বিবরন আছে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
(১) আল্লাহ্‌ ভালো জানেন। এটা আল্লাহ্‌ তাআলার একটি ফয়সালা যা আদম কন্যাদের জন্য তিনি লিখে রেখেছেন। আর এর দ্বারাই মহিলাদের প্রজনন ক্ষমতা জারি থাকে।–সহীহুল বুখারী, হাদীস নং ২৯৪।
(২+৩) বনী ইসরাঈলের পূর্বের মহিলাদেরও এটা ছিল তবে তাদের পরিমানে এটা কম হত। ঘটনা হল, বনী ইসরাঈলের পুরুষ মহিলা একসাথে নামায আদায় করত। তাদের মহিলারা পুরুষদের উঁকি দিয়ে দেখত। এ জন্য আল্লাহ্‌ তাআলা তাদেরকে শাস্তি হিসেবে হায়েযের পরিমান বাড়িয়ে দিয়েছেন যাতে তারা মসজিদে না আসতে পারে।– সহীহুল বুখারী, হাদীস নং ২৯৪; মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ৫১১৫।
আরো বিস্তারিত জানার জন্য দেখুন ফাতহুল বারী ১/৪০০, উমদাতুল কারী ৬/৩২০(শামেলা), ইনআমুল বারী ২/৪৯২.৪৯৩।

Loading