প্রশ্ন : কারো পীর বিদ্যমান থাকা অবস্থায় অন্য কোন পীর এর কাছে বাইয়াত গ্রহণ করা জায়েয হবে কি? তথ্যবহুল ভাবে সবিস্তারে জানালে কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খায়রান।
উত্তর :যদি এই বাইয়াত দ্বারা উদ্দেশ্য হয় তাওবা তবে তা একাধিক পীরের কাছে করতে কোন সমস্যা নেই। আর যদি উদ্দেশ্য হয় অন্তরের হালাত জানিয়ে দীলের ইসলাহ তবে একজন সহীহ পীরের কাছে বাইয়াত হবার পর অন্য কারো সাথে এ সম্পর্ক কায়েম না করা চাই। কেননা এতে ফায়েদাহ কম হয়।– ফাতাওয়া মাহমূদিয়া ৪/৪০৭,৪০৯।