১। হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি রমযান মাসে রোযা রাখার পর শাওয়াল মাসে ৬ টি রোযা রাখবে সে সারা বছর রোযা রাখার ছাওয়াব পাবে।-সহীহ মুসলিম, হাদীস নং ২৮১৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৪৩৫
এ রোযা ঈদুল ফিতর এর দিন ছাড়া অন্য যে কোন দিন একত্রে বা ভেঙ্গে ভেঙ্গে রাখা যায়।
২। এই মাসে বিবাহ করা মুস্তাহাব।–সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪৮; সুনানে তিরমিজী, হাদীস নং ১৯০৩

Loading