সকাল-সন্ধায় পড়ার দুআ
২।
সকাল-সন্ধায় তিনবার এই দুআ পড়বে-
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
অর্থঃ আমি আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন (ধর্ম) হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।
হাদীস শরীফে আছে যে ব্যক্তি সকাল সন্ধায় উক্ত দুআ তিনবার পড়বে আল্লাহ তাআলার দায়িত্ব হল, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন।–মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১৯০৫; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৮৯৬৭