سؤال : মেম্বার থাকতে ১ম কাতারে দাঁড়িয়ে ইমামতি করার হুকুম কি? জানালে উপকৃত হব।
جواب :প্রশ্নে আপনি সম্ভবত মেহরাবের পরিবর্তে মেম্বার লিখেছেন। দাঁড়ানোর ক্ষেত্রে ইমামের জন্য মূল সুন্নাত হল কাতারের মাঝখানে দাঁড়ান। মেহরাবে দাঁড়ানোর দ্বারাও উদ্দেশ্য এটাই। মেহরাবে দাঁড়ানো জরূরী নয়। কাজেই মেহরাবের পিছনে যে কোন কাতারের মাঝখানে ইমামের দাঁড়াতে কোন সমস্যা নেই। – সুনানে আবূ দাউদ, হাদীস নং ৬৮১; রদ্দুল মুহতার ২/৩১০(যাকারিয়া); ইমদাদুল ফাতাওয়া ১/৩৩২।