سؤال : আসসালামু আলাইকুম, গতরাতে আমি আমার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগে আমার স্ত্রী আমাকে বলে, “আল্লাহকে স্বাক্ষি রেখে বল, যদি তুমি দিনে ১ ঘন্টার বেশি ফোন ব্যাবহার কর তবে আমি তোমার জন্য তালাক হয়ে যাব”। আমিও রাগের মাথায় কথা গুলা আমার স্ত্রীকে বলে ফেলি যে, আমি যদি ১ ঘন্টার বেশি ফোন ব্যাবহার কর তবে তুমি আমার জন্য তালাক হয়ে যাবা। আল্লাহ সাক্ষি। এখন, ১. আমি যদি ভুলবশত দিনে ১ ঘন্টার বেশি ফোন চালায়ে ফেলি তাহলে কি আমার স্ত্রীর উপর ১ তালাক পতিত হবে? নাকি তিন তালাক? ২। আমার রাগ কমে যাওয়ার পর আমি আমার কসম উঠায়ে নিছে। সেক্ষেত্রে কসম ভংগের কাফফারা দিয়ে দিলে কি তালাক বাতিল হয়ে যাবে? নাকি তাও তালাক বলবৎ থাকবে?বি: দ্র: আমি তালাকের নিয়তে বলি নাই। আমার স্ত্রী রেগে বারবার প্রেসার দিচ্ছিল কসম করার। স্ত্রী যেহেতু চাচ্ছে তাই আমিও বিরক্ত হয়ে বলে ফেলছি কথাটা।

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, আপনি এক ঘণ্টার বেশি ফোন ব্যবহার করলে আপনার স্ত্রীর উপর একটি রজঈ তালাক পতিত হবে। তিন তালাক নয়। সেক্ষেত্রে আপনি চাইলে ইদ্দতের মধ্যে মৌখিকভাবে অথবা স্বামী-স্ত্রী সুলভ আচরণের মাধ্যমে আপনার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন। আর তখন ভবিষ্যতে দুটি তালাকের মালিক থাকবেন। একবার এক ঘণ্টার বেশি সময় ফোন ব্যবহারের কারণে আপনার স্ত্রীর উপর তালাক পতিত হওয়ার পর উক্ত কসম শেষ হয়ে যাবে। ভবিষ্যতে এক ঘণ্টার বেশি সময় ফোন ব্যবহার করলেও পূর্বোক্ত কসমের কারণে কোন তালাক পতিত হবে না।
উল্লেখ্য যে, তালাক শব্দ ব্যবহার করার পর তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোন প্রয়োজন হয় না।
২। একবার তালাককে শর্তযুক্ত করার পর তা থেকে ফিরে আসার কোন সুযোগ নেই।
সূত্রসমুহঃ ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭০; আল বাহরুর রায়েক ৪/৫; রদ্দুল মুহতার ৩/৩৫৫

Loading