سؤال : আমার পুরোপুরিভাবে ইসলামিক দিক নির্দেশনা মেনে চলার ইচ্ছা আছে। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে নফসের ধোকায় পড়ে বারবার গুনাহ করে ফেলি। আমি কিভাবে নিজেকে গুনাহমুক্ত রাখতে পারব?
جواب :আপনি কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের সাথে ইসলাহী বা আত্মশুদ্ধির সম্পর্ক কায়েম করুন। ইংশাআল্লাহ কোন হক্কানী আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা, তার কাছে আসা যাওয়া করা এবং তার বাতলানো পদ্ধতিতে চলার দ্বারাই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। নিম্নোক্ত লিঙ্কে আপনি কিছু আল্লাহওয়ালাদের নাম পেয়ে যাবেন-
কিছু হক্কানী উলামায়ে কেরামের নাম