سؤال : আমার মাঝে মাঝে মনে থাকে না কয়টি সেজদা দিলাম,একটি না দুইটি। এখন আমার করনীয় কি?

جواب :

আপনার যদি সবসময় এমন না হয় বরং হঠাৎ অনেকদিন পরপর হয় তাহলে নামায ছেড়ে দিয়ে উক্ত নামাযটি আবার শুরু থেকে আদায় করবেন। আর যদি বেশীরভাগ সময়ই এমন সন্দেহ হতে থাকে তাহলে আপনার প্রবল ধারণা অনুযায়ী আমল করবেন। অর্থাৎ যদি প্রবল ধারণা হয় যে, সিজদা একটি করেছেন তাহলে আরেকটি সিজদা আদায় করবেন। আর যদি দুই সিজদা করেছেন বলে ধারণা প্রবল হয় তবে পরবর্তী রুকনের দিকে অগ্রসর হবেন। ধারণা যদি কোন দিকেই প্রবল না হয় তবে এক সিজদা করেছেন বলে ধরে নিবেন এবং আরেকটি সিজদা আদায় করে সিজদায়ে সাহু করে নামায শেষ করবেন।-আদ্দুররুল মুখতার ২/৬৭৬; আলমাবসূত ১/২০০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৮৬; ফাতহুল কাদীর ১/৫৩২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০

Loading