سؤال : আজ ০৫.০৬.১৭ তাং ০৯ ই রমযান। আমি সেহেরি খেতে উঠে দেখি সামান্য সময় বাকি আছে। দ্রুত সেহেরি খাবার পর যখন পানি খেয়ে শেষ করেছি তার ২-১ সেকেন্ড পরই আজান শুনতে পাই। এখন রোযার কাযা আদায় করতে হবে কি? উল্লেখ্য যে, আমি সারা দিন রোযাদারের ন্যায়ই ছিলাম।

جواب :

এমতাবস্থায় আপনি রোযাটি কাযা করে নিবেন।কেননা আযান সাধারণত সুবহে সাদিকের একটু পরেই দেওয়া হয়।–রদ্দুল মুহতার ২/১১৪।

Loading