سؤال : আসসালামু আলাইকুম, আমার জানামতে – প্রস্রাবের পর পুরুষদের মাটির ঢিলা বা টিস্যু দিয়ে কুলুপ নিতে হয় আর মহিলারা শুধু পানি নিলেই চলবে, ঢিলা বাবহার করা জরুরী নয়। আর পায়খানার পরে মাটির ঢিলা বা টিস্যু দিয়ে পায়খানার রাস্তা পরিষ্কার করার পরে পানি খরচ করতে হয় – পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। আমার প্রশ্ন হচ্ছে, ১। পায়খানার পরে মাটির ঢিলা বা টিস্যু দিয়ে পায়খানার রাস্তা পরিষ্কার না করে সরাসরি যদি পানি খরচ করে পায়খানার রাস্তা পরিষ্কার করে তবে কি সে নাপাক থাকবে? ২। যদি হ্যান্ড শাওয়ার দিয়ে প্রথমে পায়খানার রাস্তা পরিষ্কার করে নিয়ে এরপর হাত দিয়ে ভালমত পায়খানার রাস্তা ধৌত করে তবে কি সে পাক হবে?৩। পানি খরচ করার পূর্বে মাটির ঢিলা বা টিস্যু দিয়ে পায়খানার রাস্তা পরিষ্কার করা কি অত্যাবশ্যক আমাল?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.