سؤال : যাকাত সম্পর্কিত প্রশ্ন, কাউকে টাকা ধার দিলে কি ওই টাকার যাকাত দেওয়া লাগবে,যদি তা একবছর পূর্ণ না হয়?

جواب :

ধার দেওয়া টাকারও যাকাত দিতে হবে যদি (উক্ত ধার দেওয়া টাকাসহ অন্যান্য যাকাতযোগ্য সম্পদ মিলে) আপনি নেসাবের মালিক হন এবং উক্ত নেসাবের উপর চন্দ্র মাস অনুযায়ী পূর্ণ এক বছর অতিক্রান্ত হয়। ঐ ধার দেওয়া টাকার উপর আলাদাভাবে এক বসর পূর্ণ হওয়া জরুরী নয়। বরং আপনার নেসাবের মেয়াদ এক বছর পূর্ণ হবার এক দিন আগে যদি কোন টাকা হস্তগত হয় তবে তারও যাকাত দিতে হভে। অনুরূপভাবে নেসাবের মেয়াদ এক বসর পূর্ণ হবার এক দিন আগে যদি কোন টাকা খোয়া যায় তবে তার যাকাত মাফ হয়ে যাবে। তবে এতটুকু অবকাশ আপনার রয়েছে আপনি উক্ত টাকা হস্তগত হওয়া পর্যন্ত যাকাত বিলম্বিত করতে পারেন। বিস্তারিত জানার জন্য আপনি আমার ওয়েবসাইট(muftihusain.com>প্রবন্ধ>যাকাত> যাকাত হিসাব ও আদায়ের পদ্ধতি) ভিজিট করতে পারেন। (বাদায়েউস সানায়ে ২/৪০০;তাবয়ীনুল হাকায়েক ২/৬২;আদ্দুররুল মুখতার ২/৩০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮)

Loading