سؤال : আসসালামু আলাইকুম। আমি বিকাশ, নগদে সুদের অপশন বন্ধ করে মাঝে মাঝে কিছু টাকা জমা রাখি।একদিন এক দোকানে গেলাম একাউন্টে টাকা জমা করতে। সবসময় দেখেছি দোকানদার এজেন্ট একাউন্ট হতে কাস্টমারকে টাকা জমা করে দেয়, কিন্তু দোকানদার তার পারসোনাল একাউন্ট থেকে আমার পারসোনাল একাউন্টে সেন্ট মানি করে টাকা দিয়েছে। আমার প্রশ্ন হলো দোকানদারের একাউন্টে যদি সুদের অপশন চালু থাকে, অর্থাৎ সে যদি সুদ ভোগ করে, তাহলে তার সুদি একাউন্ট হতে আমাকে টাকা পাঠালে আমার একাউন্টের টাকায় সুদ ঢুকে যাবে কিনা? অথবা আমার টাকায় কোন সমস্যা হবে কিনা?
جواب :ওয়া আলাইকুমুস সালাম
না, এতে আপনার কোন সমস্যা হবে না।–বাদায়েউস সানায়ে ৬/১৩০; মুফতী শফী (রহঃ) আহকামুল কুরআন ৩/৭৪, সূরা মায়েদা, আয়াত ২, ফিকহী মাকালাত ৩/৩৯