سؤال : আমার একটা প্রশ্ন- আমি একদিন মসজিদ এ একা নামায পরে তাসবিহ পাঠ করছিলাম। হঠাৎ আমার মনে আল্লাহ কে নিয়ে একটা (শিরক এর বাক্য) মাথায় এলো। তারপর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। তারপর থেকে আমি আর শান্তি পাচ্ছি না। অনেক সমস্যায় আছি। আমার মনে হচ্ছে যে আমি ইসলাম থেকে বাতিল হয় গেছি। বার বার ওটাই বাক্য মাথায় আসছে (৪০ দিন থেকে )। আমি কি সত্যিই বের হয়ে গেছি?
جواب :না, আপনি এর দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাননি। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
https://www.muftiabulhusain.com/ask-me-details/?poId=603