سؤال : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন এশার নামাজে চতুর্থ রাকাতে বৈঠক না দিয়ে দাঁড়িয়ে যান। পিছন থেকে মুক্তাদিরা লোকমা দেওয়ায় বৈঠক করে সাহু সিজদা দিয়ে সালাম ফিরান। এখন আমার প্রশ্ন, উক্ত ছুরতে নামাজ কি ছহীহ্ হয়েছে দলীলসহ জানানোর অনুরোধ রইল।
جواب :হ্যাঁ, সিজদায়ে সাহূ দিয়ে নামায শেষ করায় উক্ত নামায সহীহ হয়েছে।–রদ্দুল মুহতার ২/৮৭; আল বাহরুর রায়েক ২/১৮১-১৮৪