سؤال : আসসালামু আ’লাইকুম কিছুদিন আগে আমার স্ত্রী কোথাও বেড়াতে যায়। আমি তাকে বলেছি একদিনের মধ্যেই চলে আসবা। কিন্তু ঠিক ঐ মুহূর্তে মনের মধ্যে একটি খারাপ চিন্তা চলে আসে। ঠিক এই রকম যে “তুমি একদিনের মধ্যে না আসলে রাখবো না” অথবা অন্য কিছু যা তালাকের সমার্থক। এটা ঠিক মনের মধ্যে চলে আসে। কিন্তু আমার স্ত্রীকে উচ্চারণ করে বলি নাই। আমি নিশ্চিত উচ্চারণ করে তাকে বলি নাই। কখনও উচ্চারণ করার ইচ্ছা ছিল না। পরবর্তীতে এই খারাপ চিন্তা মনে আসতো। এই দিকে আমার স্ত্রী একদিনের মধ্যে বাসায় আসতে পারে নি। সে আসবে না জানার পর আমার মনে ভয়, পেরেশানি চলে আসতেছে এই ভেবে যে ভুলে হইতো একা একা তালাকের সমার্থক কিছু উচ্চারণ হইছে। কিন্তু এ রকম কিছু উচ্চারণ হইছে আমি মনে করতে পারছি না।অনেক চেষ্টা করেছি মনে করার কিন্তু কিছু পাচ্ছি না। ভয়ে, চিন্তায় আমার সময়গুলো খারাপ যাচ্ছে। আমি যদি উচ্চারণ করতাম তাহলে আমার খেয়াল আসতো। উচ্চারণ হওয়ার সাথে সাথে প্রতিক্রিয়া হতো। আমি কিছুই মনে করতে পারছি না উচ্চারন হইছে কি হয় নাই। আমার মনে বারবার সন্দেহ জাগিতেছে। আমার মনে হচ্ছে তালাকের সমার্থক কিছু উচ্চারণ হয় নাই। যেহেতু আমি নিশ্চিত না উচ্চারণ হইছে কি হয় নাই,তাহলে আমি কি করতে পারি? কেন এমনটা বারবার পেরেশানি হচ্ছে?
جواب :ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। পেরেশান হবার কিছু নেই।
তাছাড়া আপনি যদি “তুমি একদিনের মধ্যে না আসলে রাখবো না” এই কথাটি মুখে বলেও ফেলতেন তাও তালাক হত না। কেননা তালাকের ভবিষ্যতের ওয়াদার দ্বারা তালাক হয় না।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; রদ্দুল মুহতার ৩/৩১৩