سؤال : ঈদের নামাযে প্রথম রাকাআতে ৩ তাকবীরের চার তাকবীর দিলে করনীয় কি উঃ প্লিজ।
جواب :ঈদের নামাযে প্রথম রাকাআতে অতিরিক্ত তিন তাকবীরের জায়গায় চার তাকবীর দিলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে ঈদের নামাযে বড় জামাআত এবং অত্যাধিক জনসমাগম হলে সিজদায়ে সাহু না দিলেও নামায আদায় হয়ে যাবে। কেননা বড় জামাআতের ক্ষেত্রে সিজদায়ে সাহু দিলে বিভ্রান্তি তৈরী হয়।-ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১৭৮; ফাতাওয়ায়ে তাতারখানিয়া ২/৩৯৯; বাদায়েউস সানায়ে ১/৪০৬; আদ্দুরুরল মুখতার ২/৬৭৫