سؤال : আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ্ পাকের রহমে ভাল আছেন। আপনার লেখা কোরবাণী সংক্রান্ত মাসলাতে দেখছিলাম কুরবাণী পশুর দুধ সাহেবে নেসাব যদি খায় সেই মূল্যে সাদকা দিতে হবে আমার প্রশ্ন সাহেবে নেসাবের ছেলে মেয়েদের কি খাওয়া যাবে? এবারত সহ বললে ভাল হয়। কেতাবের হাওলা ও পৃষ্টা নং দয়া করে দেবেন। আমার উত্তরটা হোয়াট এ্যাপসে দিলে আমার খুঁজতে সুবিধা হয়।
جواب :ওয়া আলাইকুমুস সালাম
শুধু সাহেবে নেসাব নয়, বরং ধনী, গরীব সকলের জন্যই কুরবানীর পশু থেকে উপকৃত হওয়া বৈধ নয়। কেউ উপকার হাছিল করে থাকলে অর্জিত ফায়দা পরিমাণ সদকা করে দিতে হবে। কাজেই সাহেবে নেছাবের ছেলে, মেয়েদের জন্যও কুরবানীর পশুর দুধ পান করা বৈধ নয়। উল্লেখ্য যে, আমার সাইটে শুধুমাত্র ধনী ব্যক্তির জন্য কুরবানীর পশুর দুধ খেলে তার মূল্য সদকা করতে হবে গরীবকে করতে হবে না এমন কোথাও লিখা নেই।-ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৭; বাদায়েউস সানায়ে ৪/২২০; রদ্দুল মুহতার ৯/৪৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৪১