سؤال : আসসালামু আলাইকুম, রমযান মাসে যদি কেউ মারা যায় তাহলে কি তার কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়?
جواب :ওয়া আলাইকুমুস সালাম
বিষয়টি স্পষ্টভাবে কোন হাদীসে আমি খুঁজে পাইনি। তবে একটি হাদীসে রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
من وافق موته عند انقضاء رمضان دخل الجنة
অর্থঃ রমযান সমাপ্তির সময়ে যার মৃত্যু সংঘটিত হয় সে জান্নাতে প্রবেশ করবে।–হিলয়াতুল আউলিয়া ৩/৩৪৭ (শামেলা)
হাদীসটির সনদ দুর্বল। তবে উক্ত হাদীস দ্বারা বিষয়টা কিছুটা অনুমেয়। আল্লাহ তাআলাই ভালো জানেন।