سؤال : আমাদের দেশে বিচার ব্যবস্থা পরিচালিত হয় মানব রচিত আইন দ্বারা । পার্লামেন্ট আইন পাশ করে। পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইন দ্বারা আদালত তার বিচার কার্যক্রম পরিচালনা করে। বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিরা মানব রচিত এই আইন অনুযায়ী তাদের রায় প্রদান করেন। এখন প্রশ্ন হচ্ছে – এই বিচার ব্যবস্থায় বিচারক হিসেবে নিয়োগ লাভ করা ইসলামী শরীয়াহর দৃষ্টিতে বৈধ হবে কিনা? অন্য কথায় জীবিকা নির্বাহর জন্য বিচারকের পেশা গ্রহণ করা যাবে কিনা?
جواب :
আমাদের দেশে বিচার ব্যবস্থা পরিচালিত হয় মানব রচিত আইন দ্বারা। পার্লামেন্ট আইন পাশ করে। পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইন দ্বারা আদালত তার বিচার কার্যক্রম পরিচালনা করে। বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিরা মানব রচিত এই আইন অনুযায়ী তাদের রায় প্রদান করেন। এখন প্রশ্ন হচ্ছে – এই বিচার ব্যবস্থায় বিচারক হিসেবে নিয়োগ লাভ করা ইসলামী শরীয়াহর দৃষ্টিতে বৈধ হবে কিনা? অন্য কথায় জীবিকা নির্বাহর জন্য বিচারকের পেশা গ্রহণ করা যাবে কিনা?
এক্ষেত্রে যে সকল অপরাধের হদ বা শাস্তি শরীয়াত কর্তৃক নির্ধারিত এবং আমাদের বিচার ব্যবস্থার সাথে সাংঘর্ষিক সেগুলো গ্রহন করা জায়েয হবে না। যেমন যিনার শাস্তি, মদ পানের শাস্তি ইত্যাদি। এ জাতীয় বিষয় ব্যতীত অন্য বিষয়াবলীর বিচারকার্য সমাধা করা জায়েয।