سؤال : আসসালামু আলাইকুম। হুজুর মেহেরবানী করে আমার প্রশ্নটার উত্তর দিবেন। ১. মেয়েরা হায়েয থেকে পবিত্র হওয়ার পর পরবর্তী কতদিন তার গর্ভধারণের সম্ভাবনা থাকে? ২. কেউ যদি আল্লাহর কাছে সন্তান চায় তবে মিলনের ক্ষেত্রে দিন/রাতের কোন অংশ উত্তম।

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
১। আসলে এটা তো শরয়ী কোন মাসআলা নয়। বরং চিকিৎসা বিজ্ঞানের বিষয়। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী মহিলাদের মাসিক নিয়মিত হলে মাসিক শুরুর পর ১ম ৭ দিন আর মাসিক শুরু হওয়ার পূর্বের ৭ দিন সাধারণত গর্ভধারণ হয় না। এদিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা থাকে ২০ শতাংশ।
উল্লেখ্য যে, মহিলাদের মাসিকের সময় সহবাস করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
২। এক্ষেত্রে কোন সময় উত্তম অনুত্তম নেই। বরং সবই বরাবর।

Loading