سؤال : আসসালামু আলাইকুম। ১। নামাযে দুই সিজদার মাঝখানে কোন দুআ পড়তে হয়? এই দুআ কি ফরজ নামাযেও পড়া যায়? ২। দুই সিজদার মাঝখানে ভুলে তাশাহহুদ পড়ে ফেললে করণীয় কী? ৩। ভুলে সুরা ফাতিহার জায়গায় তাশাহহুদ বা তাশাহহুদের জায়গায় ফাতিহা পড়ে ফেললে সাহু সিজদা দিতে হবে?

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
১। হাদীস শরীফে নিম্নোক্ত দুআটির কথা এসেছে-
اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَعَافِنِى وَاهْدِنِى وَارْزُقْنِى
আবার এ দুআটিও পড়তে পারেন-
رَبِّ اغْفِرْ لِى رَبِّ اغْفِرْ لِى
ফরজ নামাযে যদি উক্ত দুআটি পড়ার সুযোগ পাওয়া যায় তবে পড়া যেতে পারে।-সুনানে আবূ দাউদ, হাদীস নং ৮৫০; সুনানে নাসায়ী, হাদীস নং ১১৪৪
২। যদি পুরো পড়া হয় অথবা এ পরিমাণ পড়া হয় যার দরুন দ্বিতীয় সিজদা তিন তাসবীহ পরিমাণ বিলম্বিত হয় তবে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১১৮
৩। প্রথম বৈঠকে তাশাহহুদের স্থানে সূরা ফাতিহা পুরো বা يوم الدين এর দীনের ي পর্যন্ত পড়ে ফেললে সিজদায়ে সাহূ দিতে হবে। আর দ্বিতীয় বা শেষ বৈঠকে তাশাহহুদের স্থানে কমপক্ষে উপরোক্ত পরিমান সূরা ফাতেহা পড়লে সিজদায়ে সাহূ দিতে হবে। তবে (দ্বিতীয় বা শেষ বৈঠকে) তাশাহহুদের পরে পড়লে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে না।
আর প্রথম রাকাআতে সূরা ফাতেহার পূর্বে যদি আত্তাহিয়্যাতু পড়ে তবে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে না। তবে অন্য কোন রাকাআতে (যখনই পড়ুক না কেন) বা প্রথম রাকাআতেই সূরা ফাতেহার পরে আত্তাহিয়্যাতু পুরো বা ايها النبي এর ه (হা) পর্যন্ত পড়ে সেক্ষেত্রে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে।-ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪; আল বাহরুর রায়েক ১/১৭২

Loading