سؤال : আসসালামু আলাইকুম। সম্মানিত মুহতারাম। আমি একটি যৌথ কোম্পানিতে চাকরি করি। অামাদের কোম্পানির মালিক মোট ৬ জন। তাদের সকলের একত্রিত টাকার মাধ্যমে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। এখন অনেক সময় আমি নিজের প্রয়োজনে কোম্পানির অনেক কিছু বাড়িতে নিয়ে যাই অথবা অনেক সময় নিজের প্রয়োজনে টাকা খরচ করি। যা পরে কোন একজন মালিকের নিকট থেকে বলে দেই এবং সে যদি অল্প ও সঙ্গত মনে করে তবে মাফ করে দেন। যেমন: একবার কাপড় আয়রন করার জন্য প্রায় ১০-১২ হাত তার নিয়ে ছিলাম যা আমাদের একজন মালিককে বললে সে বললো ঠিক আছে সমস্যা নেই। এর পর একবার কোম্পানির একটি অনুষ্ঠানের জন্য চুল কাটি ও নিজের সাজ সজ্জার জন্য আরো ১৫০ টাকার মত খরচ করি। যা আমি একজন মালিকের কাছে বললে সে বললো ঠিক আছে সমস্যা নেই। তো আমার প্রশ্ন যদি আমি এই রকমের খরচ করি এবং তা কোন একজন মালিকের কাছ থেকে বলে নেই বা পরে বলে দেই এবং সে মাফ করে দেয় তবে তা সহি হবে কি না। কারণ যেহেতু মালিক ৬ জন আর সব সময় ৬ জনের কাছে একই কথা বলা বা মাফ চাওয়া সম্ভব হয়না। আমার জন্য কি করণীয়?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.