سؤال : আস্সালামু আলাইকুম, মুহতারিম। কসমের কাফ্ফারা কি?
جواب :আসসালামু আলাইকুম
কসমের কাফ্ফারা কি?
কসমের কাফ্ফারা হল দশ জন মিসকিনকে দু-বেলা পেট ভরে খাওয়ানো বা অথবা প্রত্যেক মিসকিনকে ১৬৬২ গ্রাম গম বা তার মূল্য দেওয়া অথবা প্রত্যেক মিসকিনকে এই পরিমান কাপড় দিবে যার দ্বারা শরীরের অধিকাংশ অংশ ঢাকতে পারে যেমন জামা ও পায়জামা বা লুঙ্গি। আর মহিলাদের কাপড় দিলে এতটুকু কাপড় দিবে যার দ্বারা সে সমস্ত শরীর ঢেকে নামায পড়তে পারে।
কেউ যদি দশ জন মিসকিনকে দু-বেলা খাওয়াতে বা তাদেরকে কাপড় দিতে সঙ্গতি না রাখে তবে সে বিরতি না দিয়ে পরপর তিনটি রোযা রাখবে।–সূরা মায়েদাহ, আয়াত ৮৯; রদ্দুল মুহতার ৩/৭২৫-৭২৭